চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সংগীত সন্ধ্যা

চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের মিলন মেলা উপলক্ষে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে আঞ্চলিক, আধুনিক গান পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচিত হয়। পরে চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সদস্য-সদস্যা, বেতার ও টেলিভিশনসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনা।
পরিষদের সভাপতি এস.এম. ফরিদুল হকের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন পরিষদের সাধারণ সম্পাদক, বেতার ও টেলিভিশনের কণ্ঠ শিল্পী শহীদ ফারুকী, মঞ্চ শিল্পী মনি সেন, জুলি, সাকিল আরাফত, আজম, আব্দুল মন্নান, আবছার উদ্দিন।
চট্টগ্রাম সাংস্কৃতিক পরিষদের সকল সদস্যদের মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এস.এম. ফরিদুল হক। পরিষদের সাধারণ সম্পাদক শহীদ ফারুকীর সঞ্চলনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকান্ডে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখেন পরিষদের কর্মকর্তা ও সংবর্ধিত গুনীজনরা। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি