চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের  ওরিয়েন্টেশন প্রোগ্রাম

চট্টগ্রাম  মা  ও  শিশু  হাসপাতাল  মেডিকেল  কলেজের  ২০২০-২০২১  (১৬  তম  ব্যাচ)  শিক্ষাবর্ষের  এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামমেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও অত্র মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব

মেডিসিনের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বেসিক সাইন্স এন্ড প্যারা-ক্লিনিক্যাল সাইন্স এর  ডিন  অধ্যাপক  ডা.  মো.  হাফিজুল  ইসলাম,  কার্যনির্বাহী  কমিটির  ভাইস-প্রেসিডেন্ট  ও  কলেজ  গভর্নিং  বডির  ভাইস-চেয়ারম্যান  অধ্যাপক এম.এ. তাহের খান, ডা. এম. মাহফুজুর রহমান, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান-আরা-ইসলাম, অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম. মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। প্রভাষক  ডা.  নাফিজ  ইমতিয়াজ  আহমেদ  ও  ডা. তাসনুভা নুজহাত চৌধুরীর  উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, বিভাগীয় প্রধান অধ্যাপক সাহেদা খানম । বিজ্ঞপ্তি