চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রদীপ ও লিয়াকত

সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ কুমার দাশ (বাঁয়ে) ও লিয়াকত আলী।

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বুধবার তাদের নিয়ে রওনা দেয় পুলিশ। গাজীপুরে এসে পৌঁছায় রাত সাড়ে ৮টার দিকে।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে নেয়া হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বুধবার তাদের নিয়ে রওনা দেয় পুলিশ। গাজীপুরে এসে পৌঁছায় রাত সাড়ে ৮টার দিকে। কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-৪ এ রাখা হয়েছে তাদের।