চট্টগ্রাম আধুনিক শহর হলে পর্যটন খাতে আয় বাড়বে

রামপুর ওয়ার্ডে কর্মিসভা

নির্বাচিত হলে চট্টগ্রাম শহরকে বিশ্বমানের আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে। সে জন্য চায় সঠিক পরিকল্পনা। চট্টগ্রাম শহরকে যদি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা যায় তাহলে পর্যটন খাত হতে প্রচুর আয় আসবে, বাড়বে নগরবাসীর কর্মসংস্থানের সুযোগ আর ব্যবসা, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়েও কীভাবে একটা করপোরেশনের উন্নয়ন করা যায় তা আমাদের প্রিয় নেতা সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী শিখিয়ে গেছেন। আমিও তার শেখানো পথ ধরেই হাটবো। ২৫ নম্বর রামপুর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী এ সব কথা বলেন। রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দেলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, দেলোয়ার হোসেন খোকা, আবদুুস সবুর লিটন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মাঈনুদ্দিন শাহ খোকন, নাসরিন সুলতানা নাহিদ, মাহাবুব আলম আজাদ, মো. ইকবাল, নিয়াজ মো. আজাদ, আওরঙ্গজেব শিবলু, মো. আসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি