চট্টগ্রামে ১৭ হাজার পার হলো করোনা রোগী

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :

পাঁচ মাস পর চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার পার হলো। গত ৩ এপ্রিল দামপাড়া এক নম্বর গলিতে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে জুন ও জুলাই মাসে মারাতœক রুপ নেয়া করোনা আগস্ট থেকে কমতে থাকে। গত রোববার ৭২ জন করোনা রোগী শনাক্তের মাধ্যমে তা ১৭ হাজার পার হলো।
এদিকে গত রোববার চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭০৫ নমুনার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৭২ জনের। নতুন এই শনাক্তের মাধ্যমে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা হলো ১৭ হাজার ৫২ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে কারো মারা যাওয়ার ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২০৩টি নমুনার মধ্যে ১২ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩০টি নমুনার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ১৭ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৫৮ নমুনার মধ্যে পজিটিভ পাওয়া গেছে ৩ জনের, ইম্পেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনায় ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনায় ২ জনের পজিটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে ৩ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ২০ মে ১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল। পরবর্তীতে ১৩ জুন তা ৫ হাজার অতিক্রম করে, ৫ জুলাই তা দ্বিগুন হয়ে ১০ হাজারে গিয়ে ঠেকে, ৮ আগস্ট তা ১৫ হাজারে গিয়ে পৌছে এবং ৩১ আগস্ট অতিক্রম করলো ১৭ হাজারে। তবে কোরবানীর ঈদের পর করোনার প্রভাব বাড়ার আশঙ্কা থাকলেও এখনো পর্যন্ত সেই বৃদ্ধির ধারা চোখে পড়েনি। ইতিমধ্যে নগরীর হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারগুলোতে রোগীর চাপ নেই।