‘চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো’

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মানুষের মৌলিক অধিকার রক্ষায় ও মানবাধিকার সুরক্ষায় অনেক এগিয়ে।
নগরীর বহদ্দারহাটস্থ বাসভবনে মানবাধিকার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা সংগঠনের বিভাগীয় সভাপতি ও মানবাধিকার নেতা মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামে অন্যান্য অঞ্চলের তুলনায় মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো।
জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাছুমা কালাম আঁখি, সুমন দত্ত, বায়েজিদ ফরায়েজি, মো. গোলাম রহমান, সাফায়েত হোসেন, জুনায়েদ, মো. ইমরান হোসেন রাসেল, মো. ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি