চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁঁড়ালো ৬৭

আজ জেনারেল হাসপাতালের আইসিইউতে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ৫৩ বছর বয়সী মঞ্জুর মোর্শেদের নামে একজনের মৃত্যু হয়। আজ দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত মঞ্জুর মোর্শেদ নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী সৌলভ চৌধুরীর মৃত্যু হয়। সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত সৌলভ চৌধুরী মোগলটুলি এলাকার বাসিন্দা।

 চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. আবদুর রব বলেন, ‘জেনারেল হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন মঞ্জুর মোর্শেদ নামের ৫৩ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। উনার শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ১৬ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে নিয়ে আসা হয়। উনার জানাযা ও দাফন স্বাস্থ্য বিধি মেনে করা হবে।’

সৌলভ চৌধুরীর বিষয়ে ডা. আবদুর রব বলেন, জেনারেল হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন সৌলভ চৌধুরীর মৃত্যু হয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ ইউনিটে নিয়ে আসা হয়।’ তিনি আরো বলেন, ‘তিনি কোভিড-১৯ পজেটিভ রোগী না। সাসপেক্ট অবস্থায় ছিলো। তার নমুনা সংগ্রহ করা হবে। আর তার জানাযা ও দাফন নিয়ম মেনেই করা হবে।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২৯ জন। এছাড়া মৃত্যুবরণ করেছে ৬৭ জন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯৭ জন।