চট্টগ্রামে আর এক চিকিৎসকের মৃত্যু

সুপ্রভাত রিপোর্ট :

শহীদুল আনোয়ার (৬১) নামে আরও একজন চিকিৎসক করোনায় মারা গেছেন। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান । তিনি নগরের জামালখান এলাকার বাসিন্দা।তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

শহীদুল আনোয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।  এই চিকিৎসক নগরীর চান্দগাঁও এলাকায় ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।

বুধবার রাত ১২টার দিকে শহীদুল আনোয়ার নামে একজন চিকিৎসক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা গেছেন। তিনি করোনায় সংক্রমিত ছিলেন। তাকে ২৯ মে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া গত চারদিন আগে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে, বুধবার করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক সমিরুল ইসলাম মারা যান।

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত, গত ৩ জুন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।