চকরিয়ায় বিট পুলিশের কার্যালয় স্থাপনে জমি দিলেন এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

তাৎক্ষনিক সবধরণের অপরাধপ্রবণতা রুখতে এবার চকরিয়া উপজেলা সদরের শহীদ আবদুল হামিদ পৌরটার্মিনালে বিট পুলিশিং কার্যালয় স্থাপনে ৩৫ লাখ টাকা মুল্যের জায়গা দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। নির্ধারিত জায়গায় স্থাপিত বিট পুলিশিং কার্যালয় গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়েছে।চকরিয়া বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভার কিচেন মার্কেটের দোতলায় এমপি জাফর আলমের ক্রয়কৃত পজেশনেই এই বিট পুলিশিং কার্যক্রম চালানো হবে। আগামী ৯৯ বছরের জন্য পুলিশকে রেজিস্ট্রি কবলার মাধ্যমে সেই পজেশন হস্তান্তরের ঘোষণা দিয়েছেন এমপি জাফর আলম। উল্লেখিত জায়গার বর্তমান বাজারমূল্য অন্তত ৩৫ লাখ টাকা।গত বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরবাস টার্মিনালে মাস্টার পাড়া বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে চকরিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় মতবিনিময় সভার।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান (পিপিএম সেবা)। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটু। উপস্থিত ছিলেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, অধ্যাপক একেএম শাহাবুদ্দিন, চকরিয়া প্রেস কাবের সভাপতি এম আর মাহমুদ, আমিনুর রশীদ দুলাল, সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী প্রমুখ।