চকরিয়ায় বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ চার মাদরাসা শিক্ষার্থী

চকরিয়ায় নিখোঁজ বহদ্দারকাটা ইসলামিয়া আরবিয়া মাদরাসা হেফজখানার চার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

চকরিয়ায় একসাথে চারজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। বাড়ি থেকে খেলতে বের হয়ে গেল ৫দিনেও সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীদের। নিখোঁজ শিক্ষার্থীরা চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ইসলামিয়া আরবিয়া মাদরাসা হেফজখানায় অধ্যায়নরত বলে জানা গেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা এলাকার মো.আবু বক্করের ছেলে মো.তারেকুল ইসলাম (১৪), একই এলাকার মো.কফিল উদ্দিনের ছেলে মো.হানিফ (১৪), হাফেজ নুরম্নল আমিনের ছেলে ফাহাদ বিন নুর বাপ্পি (১৪) ও মোহাম্মদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম ইমন (১৪)।

নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, করোনা পরিসি’তিতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সুবাদে বাড়ির পাশের মাদরাসাটিও বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থীরা বাড়িতে অলস সময় কাটাচ্ছে। আবার কেউ কেউ খেলাধুলায় মক্ত থাকছেন।

অনুরূপভাবে গত ১০ জুন সকালের দিকে চকরিয়া উপজেলার বহদ্দারকাটা মাদরাসায় পড়ুয়া ওই চার শিক্ষার্থী বাড়ি থেকে খেলাধুলা করার জন্য বের হয়। তারা চারজনই সহপাঠী।

অভিভাবকরা বলেন, বিকাল শেষে ওইদিন সন্ধ্যা পেরিয়ে গেলেও চার শিক্ষার্থী আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবার ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকলস’ানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান নিশ্চিত করতে পারেনি। এ অবস্থায় নিরূপায় হয়ে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকরা  রোববার  চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, নিখোঁজ হওয়া চার হাফেজ শিক্ষার্থীদের ব্যাপারে তাদের পরিবার থানায় ডায়েরি করেছে। হেফজখানায় পড়ুয়া শিক্ষার্থীরা পালিয়ে গিয়ে এ ধরনের ঘটনা করে থাকেন। নিখোঁজ ওই শিক্ষার্থীদের হাতে কোনো মোবাইল নেই। তাই তাদের অবস’ান দ্রম্নত শনাক্ত করা যাচ্ছে না। তারপরও পুলিশের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।