চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময়

চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ওসি মুহাম্মদ রুহুল আমিন

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চকবাজার থানার পূজা উদযাপন পরিষদ ও আঞ্চলিক পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)’র এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর লালচাঁন্দ রোড এলাকার শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহল আমিন।
এতে বক্তব্য রাখেন চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রঞ্জন রঞ্জনদাশ গুপ্ত, সাংবাদিক রুমন ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক রূপন কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দে, সহ-দপ্তর সম্পাদক হরিধন দাশ সাগর, পূজা পরিচালনা সম্পাদক জিকু রুদ্র, নরসিংহ আখেড়া পূজা উদযাপন পরিষদে সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য্য প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন সিং, সুবীন কান্তি সাহা, রতন দাশ, অর্ণব রায় (তীর্থ), বাবলু দেব, আকাশ নন্দী, রাজিব দাশ, আকাশ বিশ্বাস, ইমন দাশ, লালু দাশ, সাগর দাশ, স্বপন সিং, উত্তর কুমার দেব, সুভাষ দাশ, শিবলু কানুনগো, নিলয় দেব প্রমুখ।
সভায় ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সহযোগিতা প্রয়োজন। করোনা ভাইরাসের কারণে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি সেগুলো মেনে চললে কোনোরকম সমস্যা হবে না। আমি সবসময় আপনাদের পাশে আছি।’