চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অর্পণ ব্যানার্জী

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা গত শুক্রবার রাত ৮টায় নগরীর চকবাজারের হোটেল জামানের হলরুমে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত এর নির্দেশনায় আয়োজিত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা মেনে এবং সরকারি নিয়মনীতি অনুসারে উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জী।
প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।
বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সহ-আইন বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন মহিলা সম্পাদিকা রুমকি সেন গুপ্তা ও চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হারাধন মিত্র।
এতে স্বাগত বক্তব্য রাখেন চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুমন ভট্টাচার্য, শিব মন্দির পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন দাশগুপ্ত, রাধাগোবিন্দ মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দাশ, নরসিংহ আখেড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য্য, মক্কি কলোনী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু কানুনগো, পদ্ম-কিশোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু রুদ্র।
উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য পিন্টু দত্ত তমাল ও উপ-কমিটির সদস্য অমিত মজুমদার নয়ন। এছাড়া আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প-িত উজ্জ্বল ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি