গোমতী নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙা :

নাতিকে কাঁধে নিয়ে সাঁতরে গোমতী নদী পার হবার সময় ডুবে  মারা গেছেন মো. আবুল গাজী (৭২) নামের এক বৃদ্ধ। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নাতি মো. শাহাদাত হোসেন (১০)। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল গাজী মাটিরাঙার গোমতী ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার বাসিন্দা। তার এ মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ছেলে মো. কামাল হোসেন জানান, সকালের দিকে তার ছেলে মো. শাহাদাত হোসেনকে সাথে নিয়ে গোমতীর নদীর ওপারে বাংলাটিলা এলাকায় জমি দেখতে যাচ্ছিলেন বাবা মো. আবুল গাজী। জমি দেখা শেষে বাড়ি ফেরার পথে নাতিকে কাঁধে নিয়ে গোমতী পার হওয়ার সময় স্রোতে তলিয়ে যান তিনি। এ সময় তার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেলেও প্রায় দুই কিলোমিটার দূরে গোমতী ব্রিজের পাশ থেকে স্থানীয়রা মো. আবুল গাজীর মরদেহ উদ্ধার করে।

গোমতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন, গোমতী নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতে ডুবে মারা যান মো. আবুল গাজী।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঘটনাটি সত্যি মর্মান্তিক ও অনাকাক্সিক্ষত।