গুণগত শিক্ষা নিশ্চিত করে দক্ষ প্রজন্ম গড়ুন

অধ্যক্ষ মুকতাদের আজাদ খান’র সংবর্ধনায় রীতা দত্ত

 

সীতাকু- উপজেলাধীন ‘ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ’-এর সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সংবর্ধনা ৪ ডিসেম্বর শুক্রবার নগরীর সুপ্রভাত স্টুডিও হলে সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় অধ্যক্ষ রীতা দত্ত বলেন, শিক্ষাঙ্গনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত টেকসই শিক্ষায় বর্তমান প্রজন্মকে শিক্ষিত করতে পারলে তারাই একদিন দেশকে এগিয়ে নেবে। তাদের আলোয় আলোকিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তাই শিক্ষাঙ্গনে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে যোগ্য, দক্ষ, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল শিক্ষকের বিকল্প নেই। শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সুপরিচালনায় একদিন এই কলেজ শ্রেষ্ঠত্বের কাতারে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিটিভি’র উপস্থাপিকা আবৃত্তিকার রেখা নাজনীন এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহমদ, সন্দ্বীপের হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হাজী মো. সলিমুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক প্রশাসন মো. মোশাররফ হোসাইন, ফেনী ইউনির্ভাসিটি’র প্রক্টর মনিরুজ্জামান সোহান, প্রভাষক ফসিউল আলম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দির কো-চেয়ারম্যান লায়ন আবু ছালেহ্, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক শাওন ইমতিয়াজ, অধ্যক্ষ এম সোলায়মান কাসেমী, হাজী এমএ কালাম সরকারি কলেজের প্রভাষক এবিএম মুজাহিদুল ইসলাম বাতেন, ইস্পাহানী গ্রুপের উইং ম্যানেজার মো. নুর নবী, অ্যাডভোকেট এসএম মোস্তফা, প্রাথমিক চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান ডা. মাহাবুবুল আলম, সমাজকর্মী ও সংগঠক এমদাদুল করিম সৈকত, দৈনিক ইনফো বাংলার জ্যেষ্ঠ স্টাফ রিপোর্টার মো. কামাল হোসেন, প্রাবন্ধিক ডা. জামাল উদ্দিন, কবি মান্নান নাবিল, সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম, দৈনিক দেশবার্তা প্রকাশক হাজী মো. জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি