গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই

হালিশহরে মতবিনিময় সভা

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত। আসন্ন চসিক নির্বাচনকে চট্টগ্রামবাসী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায়। বিএনপি বিশ্বাস করে নগরবাসীর গণরায় সুষ্ঠুভাবে প্রতিফলিত হবে।
নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দি অবস্থায় আছেন। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নাই। আজম উদ্দীনের সভাপতিত্বে ও হাজী জাবেদ হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনসহ সভাপতি এম এ আ, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী, কামরুল ইসলাম, হাজী হানিফ সওদাগন , মো. সে, সাহেদা খানম, হাজী এবাদুর রহমান, সালাউদ্দিন, মাহাবুব আলম, হাজী মো. হোসেন, যুব সম্পাদক নেজাম উদ্দন, মনজুর মোর্শেদ, শাহ আলম বাচা, আবদুস সাত্তার, মো. কামরুল, আলী হাসান, মো. হোসেন মনা প্রমুখ। বিজ্ঞপ্তি