খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার : মজুতবিরোধী আইন প্রয়োগ করতে হবে

চাল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর হাতে সিন্ডিকেট দমন এবং মজুত বিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখা। চালের ঊর্ধ্বমূল্যরোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলা খাদ্য নিয়ন্ত্রক এর মাধ্যমে খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়। ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য শামসুল আলম, আব্দুর রশিদ, সুপায়ন বড়ুয়া, অধ্যাপক শিবু কান্তি দাশ, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া। জেলা খাদ্য নিয়ন্ত্রক এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা।
স্মারকলিপি প্রদানকালে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, দেশে বোরো ধানের বাম্পার ফলনের পরও চালের দাম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকার চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার চেয়ে ৯ লাখ টন কম সংগ্রহ হয়েছে। চালকল মালিকরা চুক্তি অনুযায়ী সরকারকে চাল দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইতিমধ্যে বিশ্ব বাজারে চাল রপ্তানিকারক দেশসমূহ চালের দাম বাড়িয়ে দিয়েছে এর সাথে যোগ হয়েছে কোভিড-১৯ পরিস্থিতি। মানুষের ক্রয়ক্ষমতা কমছে কিন্তু বাজারে চালসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। গরিব ও প্রান্তিক মানুষ দুঃসহ অবস্থায় পড়েছে। শরীফ চৌহান বলেন, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চালের দাম রাখতে হলে অবিলম্বে মজুতবিরোধী আইন প্রয়োগ করা উচিত। বিজ্ঞপ্তি