কেন প্রথমে স্ট্রাইক নিতেন, জানালেন সৌরভ

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

ওয়ানডে ক্রিকেটে শচীন-সৌরভের ওপেনিং জুটি বিশ্বের অন্যতম সেরা। বহু রেকর্ড গড়েছেন প্রাক্তন ভারতীয় এই ওপেনিং জুটি। ডান ও বাঁ-হাতি কম্বিনেশন এক সময় বিশ্বের সেরা বোলারদেরও রাতের ঘুম কেড়ে নিত। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম বল খেলতেন সৌরভ, সেই রহস্য ফাঁস করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

ওয়ানডে ক্রিকেটে শচীন-সৌরভের ওপেনিং জুটি নিয়ে এখনও নস্ট্যালজিক ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন এই ভারতীয় ওপেনিং জুটি ১৭৬টি ইনিংস ওপেন করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সৌরভ কেন প্রথমে স্ট্রাইক নিতেন? এর উত্তরে সৌরভ বলেন, ‘আমি শচীনকে বলতাম, ইয়ার কখনওতো তুমি প্রথম বল খেল, ওর দুটো উত্তর প্রস্তুত থাকত।’ স্মৃতিতে ডুব দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘ফর্ম ভালো থাকলে বলত, ওর উচিত ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া। আর ফর্ম খারাপ থাকলে বলত, ওর নন-স্ট্রাইকে থাকাই উচিত। তাহলে শুরুতে ওর উপর চাপ পড়বে না।’

ভারতীয় টেস্ট দলের ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে অন-লাইন চ্যাট শোয়ে এমনটাই জানান প্রাক্তন ভারতীয় ওয়ান ডে ওপেনার তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দু-একবার সৌরভ অবশ্য শচীনকে জিজ্ঞেস না-করেই নন-স্ট্রাইকে চলে গিয়েছিলেন। শচীন তখন বাধ্য হয়েই প্রথম বল খেলেন। সৌরভ বলেন, ‘আমি দু-একবার ওকে কিছু না-বলেই আগেই নন-স্ট্রাইকে দাঁড়িয়ে পড়েছি। ফলে ও স্ট্রাইক নিতে বাধ্য হয়েছে। এ রকম ঘটনা অবশ্য খুব বেশি হয়নি।’

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এই দুই ওপেনার বিশ্বের মধ্যে সর্বাধিক ম্যাচের ইনিংসের শুরু করেছেন। ১৭৬টি ইনিংসে শচীন-সৌরভ জুটির রান রয়েছে ৮,২৭৭। গড় ৪৭.৫৫। বিশ্বের অন্যতম সফল ওয়ানডে ওপেনিং জুটি। সৌরভ-শচীনের ওপেনিং জুটিতে ২৬টি শতরান রয়েছে। যা বিশ্বরেকর্ড। ২৯ বারা জুটিতে হাফ-সেঞ্চুরি করেছে। ভারতীয় এই জুটির সর্বোচ্চ রান ২৫৮। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে এই পার্টনারশিপ গড়েন শচীন-সৌরভ। যা এখনও বিশ্বরেকর্ড।

খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।