‘কিশোর গ্যাং’ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার

সিএমপি কমিশনার

সুপ্রভাত ডেস্ক :
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে সবার সহযোগিতা চেয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
গতকাল শনিবার দামপাড়া পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দমন প্রতিরোধ যেটাই বলি, সেটার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা হবে কমপ্লিমেন্টারি। আমরা যেন একে অপরকে তথ্য দিয়ে, সময় দিয়ে, উপস্থিত থেকে অনুপ্রাণিত করে সহযোগিতা করি, যাতে এটির একটি সম্মানজনক সমাধান হয়। খবর বিডিনিউজের।
‘আমি স্বপ্ন দেখি সামাজিক অনুশাসনের সেই সুদিন ফিরিয়ে আনব। যেখানে বাড়ির ছেলেমেয়েরা অহেতুক অকারণে আড্ডার নামে বাইরে থাকবে না, বাবা মার নজরদারিতে থাকবে।’
সামাজিক অনুশাসন ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আপনাদের প্রত্যেকের মধ্যে বাবা, মা, ভাই, বোন সন্তান রয়েছে। আহেতুক বাইরে আড্ডা দেওয়া, কুসঙ্গে জড়িয়ে পড়া, এটাকে আমাদের প্রতিরোধ করার চেষ্টা করতে হবে।’
কিশোর গ্যাং নিয়ন্ত্রণ অভিযানের অভিজ্ঞতাকে ‘তিক্ত’ মন্তব্য করে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘বিগত কিছুদিন কিশোর গ্যাং নিয়ে কাজ করতে আমার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মাইনর ছেলে মেয়েদের বাবা মা ‘আদর’ করে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমরা যদি আটকাই তাহলে তারা এসে তদবির করছে। তাদের কেন কিনে দিয়েছেন জিজ্ঞেস করলে বলছে ছেলের শখ।
‘এই শখ ছেলেকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে সেটা আমরা ধারণা করতে পারি না। আমরা এত ব্যস্ত হয়ে গেছি যেখানে পরিবারের সদস্যদের খবরও রাখতে পারছি না।’
কমিউনিটি পুলিশিংকে আরও সক্রিয় করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন সালেহ মোহাম্মদ তানভীর।
পুলিশের সঙ্গে জনসাধারণকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার উদ্দেশ্যে প্রতিবছর কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।
২০১৭ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার দেশজুড়ে এই কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।
চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অহিদ সিরাজ স্বপন।