কাল থেকে বোধনের শতকণ্ঠে ‘কবিতায় কথা কই’র ২০০তম পর্ব

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আগামী ৭ থেকে ১০ জুলাই প্রতিদিন বিকেল ৫টা থেকে ৪ দিনব্যাপী বোধনের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে একযোগে অনুষ্ঠিত হবে ‘কবিতায় কথা কই’র ২০০ তম পর্ব। এটি বোধন সদস্যদের নিয়মিত আবৃত্তি চর্চা ও আবৃত্তি বিষযয়ক নানাবিধ পর্যালোচনামূলক একটি বৈঠকি সাপ্তাহিক প্রয়াস। করোনার কারণে ‘কবিতাই কথা কই’ অনুষ্ঠানের ২০০তম পর্বটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

শতাধিক আবৃত্তিশিল্পীর অংশগ্রহণে এই অনুষ্ঠানের সহযোগিতায় জাহিদুল ইসলাম, সুতপা মজুমদার, এ্যানি গুহ, হোসনে আরা তারিন, ইতু সাহা, যসশ্বী বণিক, মৃত্তিকা চক্রবর্তী, তূর্ণা দাম, পৃথুলা চৌধুরী, তারমিন পুষ্পা, দেবলিনা চৌধুরী। ভিডিও সম্পাদনায় সন্দীপন সেন একা এবং সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিশেবে দায়িত্ব পালন করছেন বোধনের অনুষ্ঠান সম্পাদক আবৃত্তিকার জাভেদ হোসেন এবং অর্থ সম্পাদক আবৃত্তিকার অসীম দাশ। বিজ্ঞপ্তি