কাজী আবুল মনসুরকে প্রেস ক্লাবের সম্মাননা : মানবতারসেবায় কাজ করছেন রোটারিয়ানরা

‘রোটারিয়ানরা মানবতার মহান ব্রত নিয়ে বিশ্বব্যাপী মানবতার সেবায় কাজ করে চলেছেন। এটি বিশ্বব্যাপী এক অনুকরণীয় দৃষ্টান্ত।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি কাজী আবুল মনসুরের সম্মাননা দেওয়া হয়। এতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, সাংবাদিকতার পাশাপাশি আত্ম মানবতার সেবায় সাংবাদিক বন্ধুরা নিজেদের নিয়োজিত রেখেছেন, যা সত্যিই প্রশংসনীয়।
রোটারি ক্লাব অব চিটাগং রয়েলস এর নবনির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কাজী আবুল মনসুর বলেছেন, শুধুমাত্র পদ-পদবীর জন্য রোটারিয়ানরা কাজ করেন না। মানবসেবার মহান ব্রত নিয়েই তারা কাজ করেন।
সভায় রোটারি ক্লাব অব চিটাগং রয়েলস এর নব-নির্বাচিত সভাপতিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক।
এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, স্থায়ী সদস্য আলীউর রহমান, আবুল হাসনাত, আফজল রহিম সিদ্দিকী, কুতুব উদ্দিন চৌধুরী, মো. ফরিদ উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি