কর্নওয়ালের ঘূর্ণিতেই শেষ বিসিবি একাদশ

উইকেট লাভের কর্ণওয়েলের (ডানে) সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের উল্লাস। গতকাল ৫ উইকেট নেন এ উইন্ডিজ স্পিনার - ক্রিকইনফো

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
চট্টগ্রাম টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটেররা। এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট ক্যারিবীয়রা। জবাবে বিসিবি একাদশ করেছে ১৬০ রান।
মূলত রাহকিম কর্নওয়াল একাই বিসিবি একাদশকে ধসিয়ে দিয়েছেন। ক্যারিবীয়দের পক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৪০ কেজি ওজনের দীর্ঘদেহী এই স্পিনার।
বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বিসিবি একাদশ। প্রথম সেশনেই জোড়া উইকেট হারায় দলটি। প্রথমে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১৫ রান করে কেমার রোচের বলে এলবিডব্লিউ হন তিনি।
দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারানোর পর নাঈম শেখের ব্যাটে বেশ দ্রুতগতিতে রান তুলছিল বিসিবি একাদশ। ৪৮ বলে ৪৫ রান করে কর্নওয়ালের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। সাদমান ইসলাম ৮২ বলে ২২ রানের টেস্ট মেজাজের ইনিংস খেলেন। তিনি ফেরেন আলঝারি জোসেফের বলে।
এরপরই আসা যাওয়ার মিছিলে যোগ দেন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ৯৭ রানে পিছিয়ে থেকে অল আউট হয় বিসিবি একাদশ। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। খবর : ডেইলিবাংলাদেশ’র।