কর্ণফুলীতে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা:

করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে উপজেলার ক্রসিং, কলেজ বাজার, শিকলবাহা, মইজ্জ্যেরটেক, শাহ্‌ আমানত সেতুর টোল পস্নাজা এলাকায়  জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. নোমান হোসেনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। সেই সাথে যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় ভ্রাম্যমান আদালতে ৮ জনকে ১৬শত টাকা জরিমানা করেন। এসময়ে কর্ণফুলী থানা পুলিশ, চট্টগ্রাম ট্রাফিক বিভাগসহ উপজেলা প্রশানের কর্মকর্তা-কর্মচারীরা উপসি’ত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. নোমান হোসেন বলেন, বিভিন্ন যানবাহনে যাত্রীরা মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় তাদের অর্থদণ্ড করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।