কর্ণফুলীতে বারকোডসহ অনলাইন ওয়ারিশ সনদ কার্যক্রম শুরু

কর্ণফুলীতে বারকোডসহ অনলাইন ওয়ারিশ সনদ কার্যক্রম উদ্বোধন-সুপ্রভাত

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :
চট্টগ্রামের প্রথম বারকোডসহ অনলাইন ওয়ারিশ সনদ কার্যক্রম শুরু করেছে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ। গত বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটির উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।এ সময় উপজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ হারুন, সচিব ওমর ফারুক ও মহিলা নেত্রী জুসি ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।
বড়উঠান ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম বলেন, বারকোড স্ক্যান করে সনদের সত্যতা যাছাই-বাছাইও করতে পারবেন সংশ্লিষ্টরা। দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ওয়ারিশ সনদ আবেদন করতে পারবে সেবা গ্রহীতাও। তিনি আরো বলেন, আমার ইউনিয়নবাসীর জন্য এটি বড় সাফল্য। মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ওয়ারিশ সনদের আবেদন গ্রহণ এবং প্রদান করে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ। তাঁরই প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।