করোনা সংকটে ক্ষতিগ্রস্তদের ক্ষুদ্র ঋণ বিতরণ

করোনাকালীন সংকটে নিন্ম আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির (এমআরএ) সনদধারী ক্ষুদ্রঋণ বিতরণকারী বেসরকারি প্রতিষ্ঠান ভাসা ফাউন্ডেশন এই স্কিমের আওতায় চট্টগ্রামের ৬টি থানা ও উপজেলায় আনুষ্ঠানিকভাবে বুধবার এই ক্ষুদ্র ঋণ বিতরণ শুরু করে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এতে অর্থায়ন করছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড জুবিলী রোড শাখা। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের আওতায় ভোলান্টারি একটি ভিটিস ফর সোস্যাল অ্যান্ড হিউম্যান এডভান্স ম্যান্ট ফাউন্ডেশন (ভাসা ফাউন্ডেশন) ক্ষুদ্র ঋণ বিতরণ করে।
নগরীর কর্নেলহাটে অবস্থিত ভাসা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পরিমল কান্তি পাল, কমার্স ব্যাংক লিমিটেড জুবিলী রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ উদ্দীন, ক্রেডিট ইনচার্জ মো. শাহ নেওয়াজ, এ কে খান মোড় শাখার ব্যবস্থাপক এমএম আমির হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি