করোনা রোগীদের অক্সিজেন দেবে ‘প্রচেষ্টা’ ও গাউসিয়া কমিটি

প্রচেষ্টা ও গাউসিয়া কমিটির উদ্যোগে অক্সিজেন সরবরাহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

‘প্রচেষ্টা’ ও গাউসিয়া কমিটি করোনা রোগীদের ঘরে অক্সিজেন সরবরাহ করবে। আজ ১৭ জুন (বুধবার) দুপুর ১২ টায় নগরীর নন্দনকানন মহানগর গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পুর বাসভবনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, মহানগর গাউসিয়া কমিটির সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু, ডা. সৈয়দ দিদারুল আলম, অ্যাডভোকেট শাহরিয়ার তানিম। উপস্থিত ছিলেন ইসতিয়াক হোসেন তসলিম, মুহাম্মদ নোমান লিটন, রাকিব উদ্দিন, আবদুল আউয়াল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ‘প্রচেষ্টা’ ও গাউসিয়া কমিটি যৌথভাবে আজ থেকে অক্সিজেন সেবা কার্যক্রম চালিয়ে যাবে। শ্বাসকষ্ট রোগীদের এবং অন্যান্য রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তার সৈয়দ দিদারুল আলমের তত্ত্বাবধানে রোগীদের সেবা প্রদান কবেন। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গসংঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বৈশ্বিক করোনা মহামারীতে আক্রান্ত মৃতদের কাফন-দাফন ও জানাজায় সম্পৃক্ত। তাই সুরক্ষা সামগ্রী প্রদানসহ যাবতীয় কর্মকা-ে ‘প্রচেষ্টা’ সহযোগিতা করবে। বিজ্ঞপ্তি