করোনা রোগীকে প্লাজমা দিলেন সাতকানিয়ার ছাত্রলীগ নেতা

কোতোয়ালী থানার ওসি মো. মহসীনের সঙ্গে প্লাজমাদাতা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমান (বামে)- সুপ্রভাত

নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত এক রোগীকে প্লাজমা দিয়েছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চন্দন কুমার দত্ত (৬৪) নামে এক ব্যক্তিকে রোমানের প্লাজমা দেওয়া হবে। চন্দন কুমার এ কে খান জুট মিলের সাবেক কর্মকর্তা।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন জানান, করোনা রোগীর চিকিৎসায় প্লাজমা নিয়ে ফেসবুকে তার (ওসি মহসীন) একটি পোস্ট দেখে ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমান সাতকানিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে আসেন। কোতোয়ালী থানায় এসে তিনি করোনা আক্রান্ত রোগীর জন্য প্লাজমা দেওয়ার কথা জানান। শাহরিয়ার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। তার ১৪ দিন কোয়ারেন্টাইনও শেষ হয়েছে।
ওসি জানান, প্লাজমাদাতা শাহরিয়ার সাতকানিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক।
করোনা রোগী চন্দন কুমার দত্তের ছেলে চিন্ময় দত্ত বলেন, ‘করোনা পজেটিভ হয়ে আমার বাবা ৫ দিন ধরে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ওসি মহসীন সাহেবের সহযোগিতায় শাহরিয়ার নামে একজন যুবক আমার বাবাকে প্লাজমা দিয়েছেন। আমি সেই রক্ত চমেক থেকে সংগ্রহ করে জেনারেল হাসপাতালে নিয়ে গেছি। আমরা শাহরিয়ার ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।’