করোনা ভাইরাস : দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড রোগী শনাক্ত, রেকর্ড মৃত্যু

3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

সুপ্রভাত ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রতিদিনই আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ১৮ এবং ১৯ মে-তে ২১ জন করে মারা যাওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৪০৮ জন। আজকের দেয়া তথ্যে একদিনে আক্রান্তের সংখ্যাতেও গতকালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল যথাক্রমে ২৮ হাজার ৫১১ জন।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১০ হাজার ১৭৪টি এবং আগের কিছু নমুনাসহ ১০ হাজার ২৬২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৪ হাজার ১১৪টিতে।

করোনার নমুনা পরীক্ষা নতুন দুটি ল্যাব যুক্ত হয়েছে বলে জানান তিনি।