করোনা চিকিৎসায় ব্যবহার করা যাবে না কণিকা কাপুরের প্লাজমা

সুপ্রভাত ডেস্ক :
করোনার থেকে মুক্তি পেয়ে আপাতত সুস্থ বলিউড গায়িকা কণিকা কাপুর । হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন লাখনউয়ের বাড়িতেই আছেন তিনি। এ রোগ থেকে সুস্থ হয়ে করোনার চিকিৎসার জন্য প্লাজমা দান করার ইচ্ছ ছিলো গায়িকার। কিন্তু তার এ ইচ্ছাপূরণ হলো না।
করোনা থেকে সেরে উঠার পর তার প্লাজমা সংগ্রহও করা হয়। কিন্তু পরে জানানো হয় এই প্লাজমা করোনা গবেষণার কাজে ব্যবহার করা যাবে না। যে হাসপাতালে তার চিকিৎসা চলছিল, লাখনউয়ের সেই কিং জর্জস মেডিকেল ইউনিভার্সিটির সঙ্গে ফের যোগাযোগ করেন। ইচ্ছা প্রকাশ করেন, তার প্লাজমা যদি গবেষণার কাজে লাগানো যায়। সেই মতো তার প্লাজমা সংগ্রহও করা হয়।
প্লাজামা দাতার রক্তে হিমোগ্লোবিন যেন নূন্যতম ১২.৫ গ্রাম প্রতি ডেসিলিটার এবং শরীরের ওজন ৫০ কেজির বেশি হতে হয়। তার ডায়াবেটিস, কার্ডিও ভাস্কুলার সমস্যা, ম্যালেরিয়া, সিফিলিস বা এই ধরনের অন্য কোনো রোগের ইতিহাস থাকা চলবে না। তবেই সেই প্লাজমা এমন গবেষণার কাজে লাগানো যায়। তবে কণিকার ঠিক কী কারণে প্লাজমা ব্যবহার সম্ভব নয় তা জানানো হয়নি কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটির পক্ষ থেকে।
খবর : ডেইলিবাংলাদেশ’র।