করোনা : একদিনে সর্বোচ্চ ১৮৭৩ রোগী শনাক্ত, মৃত্যু ২০ জনের

সুপ্রভাত ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর ফলে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ০৭৮ জন। সব মিলিয়ে এই রোগে ৪৫২ জন মারা গেলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।
এর আগে শুক্রবার ১৬৯৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। সেদিন ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ১৫ হাজার মানুষ। তাদের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় আটই মার্চ। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওইদিনই প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে।
খবর : বিবিসি বাংলা’র।