করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :
এবার চট্টগ্রামে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মো. হোসেন মুরাদ (৫০)।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। মাত্র ৫০ বছর বয়সে মারা যাওয়া স্থানীয় এ আওয়ামী লীগ নেতা মৃত্যুকালে এক সন্তান রেখে যান।
মো. হোসেন মুরাদ স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান বলেন, ‘কয়েক দিন ধরে হোসেন মুরাদ ভাইয়ের জ্বর ছিল। গত রোববার করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তিনি হোম কোয়ারেন্টাইনেও ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় আমাকে ফোন করে হতাশা ব্যক্ত করে বলেছিলেন, ‘মান্নান জ্বরও কমছে না, পরীক্ষার রিপোর্ট এখনও পাইনি।’
জানা গেছে, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ড ও বাড়িতে মারা গেছেন আরও ২০ জনের বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ জন। বর্তমানে ২৩২ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৮ জন।