করোনা আক্রান্ত বান্দরবান সিভিল সার্জনকে চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর

সংবাদদাতা, বান্দরবান

করোনা আক্রান্ত বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা.অং সুই প্রম্ন (৫৪)মার্মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত গাড়িতে করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বান্দরবান সিভিল সার্জন এর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। জ্বর কাশি থাকায় গত ৬ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য কক্সবাজারে নমুনা পাঠায়। ৭ জুলাই তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর তার এক্সরে রিপোর্টে ফুসফুসে করোনা সংক্রমণ দেখা দেয় এবং তার ডায়াবেটিস ও এ্যাজমার সমস্যা রয়েছে। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যেকোন সময় ওনার আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, সিভিল সার্জন মহোদয়ের এক্সরে রিপোর্টে ফুসফুসে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। যেকোন সময় আইসিইউ সাপোর্ট দরকার হতে পারে ,তাই সকালে ওনাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।