করোনায় চট্টগ্রাম বিভাগে ৬২৬ জনের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪২৪ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ১৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৯০ হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশের মোট ৭৯টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংগৃহীত নমুনার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪ হাজার ৯১০ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন।

এ পর্যন্ত বিভাগওয়ারী মৃতের সংখ্যা:

ঢাকা বিভাগে ১২০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬২৬ জন

রাজশাহী বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ১৩৩ জন

ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, সিলেট বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৭৭ জন এবং বরিশালে ৮৯ জন।