করোনায় বাল্যবিয়ের আসর, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি :

মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেক রিফাত আসমা।

তিনি জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর অবস্থানে প্রশাসন। এ নির্দেশনা অমান্য করে উপজেলার মাস্টারপাড়া এলাকার  মো. ইব্রাহিম ও বিবি জুলেখা’র মেয়ের বিবাহের আয়োজন করেন কনেপক্ষ। গিয়ে দেখি বিয়ের সকল আয়োজন স্বাভাবিক সময়ের মতো চলছে। পরে কনে ও বরের জন্মনিবন্ধন দেখি। সেখানে অপ্রাপ্ত কনের বয়স (৪ অক্টোবর-২০০৩) ও বর মো. বিল্লাল হোসেন (১জানুয়ারি-২০০০)। ফলে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করি এবং বিয়ের সকল আয়োজন বন্ধ করার পাশাপাশি কনের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেয়ার মর্মে কনের পিতার মুচলেখা নেয়া হয়েছে।