করোনাভাইরাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু

সুপ্রভাত ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্ড। সোমবার (২৯ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুফী আব্দুল্লাহিল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তার স্ত্রী। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।”

উল্লেখ্য, ১৯৪৯ গাজীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন লায়লা আরজুমান্ড। ১৯৭৪ সালের ১৬ এপ্রিল তিনি এ কে এম মোজাম্মেল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।