করোনাবিধি ভেঙে গ্রেফতার রায়না

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
নিজের ভুলে উটকো ঝামেলায় জড়ালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। কোভিড-১৯ বিধি ভেঙে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন। মুম্বাই বিমানবন্দরের কাছে একটি নৈশ ক্লাব থেকে গতকাল মঙ্গলবার ভোরে রায়নাসহ ৩৪ জনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ব্যক্তিগত কাজে মুম্বাই গিয়েছিলেন রায়না। করোনাভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার রাতে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাতের বেলা কারফিউ জারি করে মহারাষ্ট্র সরকার। এর কয়েক ঘণ্টা পরই গ্রেফতার হন তারা। খবর বিডিনিউজের।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার মানজুনাথ সিং ইএসপিএনক্রিকইনফোকে জানান, ক্লাবটিতে রায়নাসহ গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘এটা সরকারের নির্দেশনা অমান্য করা। কারণ, সরকার বলে দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের পর যেন পার্টি না করা হয়। তারা নিয়ম ভেঙেছে। তাদের হেফাজতে নেওয়া হয়েছিল এবং পরে জামিন দেওয়া হয়।’
পরে এক বিবৃতিতে রায়না জানান, তিনি বিধিনিষেধ সম্পর্কে জানতেন না। ‘অনিচ্ছাকৃত ঘটনার’ জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের হয়ে ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলা এই বাঁ হাতি ব্যাটসম্যান।