করোনাকালীন সংকটে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান

বোনানজা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বোনানজা ক্লাবের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিবছরের কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর ডি.সি রোড ও মিয়ার বাপের মসজিদ এলাকায় এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলতি বছরের শীতকালীন প্রজেক্ট উদ্বোধন করে ক্লাবটি।
ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সমাজসেবা বিভাগের পরিচালক এ এইচ এম নুরুল মোস্তফার সঞ্চালনায় ক্লাবের প্রতিষ্ঠাতা মো. শাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মহল্লা কমিটির নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বোনানজা ক্লাবের কার্যকরী কমিটির সদস্য লোকমান হাকিম, এইচ এম মুরাদ, আব্দুল্লাহ তামজিদ, শাহরিয়ার ফারুক, সবুর, নেজাম, আনোয়ার, ইয়াসিন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন চলমান করোনাকালীন সংকটে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো দরকার। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বক্তারা এলাকাবাসীদের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বোনানজা ক্লাবের পক্ষ থেকে অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনগুলোকে এই ধরণের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
এবার সংগঠনটির পক্ষ থেকে বয়স্ক নারী, পুরুষ, পথশিশু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি