কবি শওকত মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী

স্মরণসভায় অধ্যাপক মঈন উদ্দীন

বীর মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নি’র ২৭তম মৃতুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল বিকাল ৪টায় দোস্ত বিল্ডিংস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মঈন উদ্দীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক ডিন ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম, সাবেক এমপি সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, ফেরদৌস হাফিজ খান, পল্টু লাল সাহা, সুভাষ চৌধুরী, কিরণ লাল আচার্য্য, পংকজ দস্তিদার, মো. ইদ্রিস, রাখাল চন্দ্র ঘোষ, এমএ সালাম, বিজয় ধর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মোস্তাফিজ, রতন ঘোষ, স্বপন সেন, রতন চক্রবর্তী, কবি কামাল হোসেন, শিল্পী সমীরন পাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, কীর্তিমানের মৃত্যু নেই। কবি শওকত হাফিজ খান রুশ্নি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। বিএলএফ এর অন্যতম সদস্য হিসেবেও তার অবদান অবিস্মরণীয়। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশ, জাতি, যতদিন বেঁচে থাকবে ততদিন তার অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বীর মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নি লেখা-লেখির জগতে স্থান করে নিয়েছে, মুক্তিযুদ্ধেও বিশেষ অবদান রেখে তার চেয়ে বেশি বাংলার মানুষের কাছে চির জাগ্রত হয়ে রয়েছেন। মহান ¯্রষ্টার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বিজ্ঞপ্তি