কক্সবাজারে ভুয়া এনএসআই পরিচালকসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার শহরের কলাতলীর একটি হোটেল থেকে একজন ভুয়া এনএসআই কর্মকর্তাসহ দুজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার দুপুরে কলাতলীর হোটেল মিল্কি ওয়ে থেকে তাকে আটক করা হয়। এসময় তার রম্নম থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৬টি সিম কার্ড, দুটি মোবাইল ও একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার পশু হাসপাতাল রোডের আব্দুল হাই’র ছেলে নাজমুল হক ও গাড়ি চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সে বিভিন্ন লোকের নিকট নিজেকে এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে অনৈতিক কাজ করত। বিগত দুই-তিন বছর ধরে নাজমুল কক্সবাজারে আসা-যাওয়া করতো। মূলত ইয়াবা ব্যবসার জন্যই সে আসত এবং কলাতলী ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ উলস্নাহ বলেন, আটকের পর তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিসত্মারিত জানানো হবে