কক্সবাজারে নতুন করে ৪৬ জন করোনা শনাক্ত

 নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষায় বুধবার  ২৮০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬১ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তারমধ্যে, নতুন ৪৬ জন। ১৫ জন আগে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। বাকী ২১৯ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, বুধবার পজেটিভ রিপোর্ট পাওয়া ৪৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, রামু উপজেলায় ৩ জন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ জন, বান্দরবান সদরে ২ জন, রুমা উপজেলায় ১ জন ও রোয়াংছড়ি ১ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় বুধবার (২৭ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪৯২ জন। তারমধ্যে, করোনা আক্রান্ত হওয়া রোহিঙ্গা শরণার্থী রয়েছে ২৯ জন।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে বুধবার চকরিয়া উপজেলার ১০ জন, রামু ২ জন এবং রোহিঙ্গা শরণার্থী ৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

কক্সবাজার জেলায় ইতোমধ্যে একজন মহিলা সহ মৃত্যুবরণ করেছেন ৯ জন করোনা রোগী। মোট ৯৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।