কক্সবাজারে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন (৬০) আর নেই। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান। তার শরীরে অক্সিজেন কমে যাওয়ায় সোমবার সোয়া ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শিড়্গক নাজিম উদ্দিন কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের মিজান ভবনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায়।

বর্তমান প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরও জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিম উদ্দিন সোমবার  সকালে কক্সবাজার জেলার সদর হাসপাতালে করোনাভাইরাসের টেস্ট করাতে যান। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তার অবস্থা দেখে দ্রম্নত হাসপাতালে ভর্তি করে নেন। একপর্যায়ে সোয়া ৪টার দিকে মারা যান।

তিনি আরও জানান, সদর হাসপাতালের চিকিৎসকরা নাজিম উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন’ শারিরিক অবস্থা অবনতির দিকে থাকায় নেয়া সম্ভব হয়নি।