কক্সবাজারে করোনায় বেতার শিল্পীর মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার শহরের পরিচিত মুখ, সাংস্কৃতিক কর্মী ও বেতার শিল্পী দেলোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ও স্থানীয় মরহুম আবুল বশর ওরফে বশর ড্রাইভারের ছেলে দেলোয়ার হোসেন দীর্ঘ ১১ দিন করোনাভাইরাসের সাথে ‘জীবন-মৃত্যুর লড়াই’ করে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী রেখে যান। কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাহিদ কক্সবাজার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের জুনিয়র কনসালটেন্ট।

কিছুদিন আগে মরহুম দেলোয়ার হোসেনের মামাতো ভাই, পর্যটন উদ্যোক্তা আবুল সায়েম ডালিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।