এমএ রশিদ ও আব্দুর রহমান আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ছিলেন

শোকসভায় মাহতাব উদ্দিন

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশীদ ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের শোকসভা সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই শোকসভার আয়োজন করে।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ও ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মসিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জামশেদুল আলম চৌধুরী, রফিকুল হোসেন বাচ্চু, শওকত হোসাইন, প্রবীর দাশ তপু, আব্দুস সালাম মাসুম, নীলু নাগ, মাইনুল হক লিমন, নুরুল আকবর, নুরুল কবির, আমির আহমেদ, শফিউল আজম, কাঞ্চন চৌধুরী, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, রঞ্জন চৌধুরী, নাসির উদ্দিন, রফিকুল মান্নান জুয়েল, মোরশেদুর রহমান ও আমিনুর রশীদ রাজা। উপস্থিত ছিলেন মো. ইসহাক, মুজিবর রহমান স্বপন, স্বপন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক ফজলুল হক, আব্দুর রহমান বাহার, রুহুল আমিন তপন, মিজানুর রশীদ, মাকসুদ বাবুল, সুনীল দাশ, সাবের আহমেদ, আব্দুল মাবুদ, আব্দুল মতিন প্রমুখ। শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এমএ রশিদ ও আব্দুর রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ছিলেন। বিজ্ঞপ্তি