এবার বিভাগীয় পর্যায়ে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট

মাঠে গড়াবে জানুয়ারি’র প্রথম সপ্তাহে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পথ ধরে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনও বিভাগীয় পর্যায়ে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে গত ৯ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংস্থার প্রয়াত ৪ সাধারণ সম্পাদকের নামে জমজমাটভাবে মুজিববর্ষ ফূটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিদিন খেলায় উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। এতে অনুপ্রানিত হয়ে বিভাগীয় পর্যায়েও এ ধরনের টুর্নামেন্ট করার পরিকল্পনা করে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। গত শনিবার দুপুরে নগরীর এক হোটেল মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ও জেলা ফুটবল  অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামশুল হক চৌধুরী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজউদ্দিন মো. আলমগীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে চট্টগ্রামের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, কক্সবাজারের সভাপতি মো. সাঈদী, বান্দরবানের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ফেনীর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নোয়াখালীর সাধারণ সম্পাদক বাসুদেব ও সদস্য মো. রয়েল, কুমিল্লার সাধারণ সম্পাদক বাদল খন্দকার ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক চৌধুরী। সভায় জাতির জনক ও ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়। নোয়াখালী ও বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রথম পর্ব এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  এ উপলক্ষে হুইপ  সামশুল হক চৌধুরীকে চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদুকে সম্পাদক করে সাংগঠনিক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলোয়াড়ী জীবনে একবারের জন্যও তালিকাভুক্ত কোন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। চট্টগ্রাম বিভাগের বাইরের কোন খেলোয়াড় এবং এক জেলার খেলোয়াড় অন্য জেলার পক্ষে খেলতে পারবে না। আগামী ১৫ নভেম্বরের মধ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন নিজ দলের অংশগ্রহণের সম্মতিপত্র বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত ভাবে জানাতে হবে। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট সকল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনে প্রতিনিধিত্ব করা সংগঠনগুলোকে প্রতিনিধির নাম প্রেরণের জন্য পত্র দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানানো হয়। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়।