এতিমদের মানবসম্পদে পরিণত করতে হবে : মেয়র

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এতিমখানার জন্য চেক প্রদান করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

 

আজ ৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে টাইগারপাস্থ চসিক সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের আয়োজনে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় এতিমদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, এতিমদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান মানবসম্পদে পরিণত করতে হবে। এতিমরাও এদেশের সম্পদ। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের জনগণ অবহেলিত দুস্থ এতিম শিশুদের প্রতিপালনের দায়িত্ব গ্রহণে বদ্ধপরিকর। বাংলাদেশের সকল ধর্মীয় জনগণের এতিম শিশুদের লালন-পালনের জন্য বেসরকারিভাবে এতিমখানা পরিচালনা করে আসছে।

তিনি আরো বলেন, বেসরকারি এ সকল এতিমখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমাজসেবা অধিদপ্তর হতে সহযোগিতা প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত বেসরকারি এতিমখানা সমূহে শিশুদের প্রতিপালন, শিক্ষা ও চিকিৎসার ব্যয়ের জন্য এই অনুদান প্রদান করা হয়ে থাকে।

চট্টগ্রাম মহানগরীতে ১৪৯১ জন এবং উপজেলায় ৬৪৬৬ জন এতিমকে প্রতিমাসে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা করে সর্বমোট ১৯ কোটি ৯ লাখ ৬৮ টাকা প্রদান করা হবে। এই অনুদানের চেক সংশ্লিষ্ট এতিমখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া মোট ৬টি রোগে আক্রান্ত রোগীদেরও আর্থিক সহায়তা এককালীন ৫০ হাজার টাকা করে ১২৪৪ জন রোগীকে ৬ কোটি ২২ লাখ টাকা পর্যায়ক্রমে প্রদান করা হবে।

এ সময় চসিক কাউন্সিলর এ এফ কবির মানিক, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সমাজসেবা চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অফিসার যোবায়ের আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি