এডিবি, এসএমই ফাউন্ডেশন ও উইমেন চেম্বারের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

এডিবি, এসএমই ফাউন্ডেশন ও চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে ৩ দিনব্যাপী বিজনেস ইনকিউবেশন সেন্টারের প্রশিক্ষণ কোর্স সিডব্লিওসিসিআই এর প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা’র সভাপতিত্বে ২০ ডিসেম্বর শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জিএম নাজিম হাসান সাত্তার, এডিবি এর বিজনেস ইনকিউবেশান এক্সপার্ট সফিকুর রহমান খাঁন, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম আবদুস সালাম সরদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডব্লিওসিসিআই এর পরিচালক রেবেকা নাসরিন, লুৎমিলা ফরিদ, শাহেলা আবেদিন, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান ও সদস্য বেবী হাসান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডব্লিওসিসিআই এর পরিচালক মোস্তারী মোর্শেদ স্মৃতি, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, সদস্য সিতারা রহমান।
সভাপতি তার বক্তব্যে প্রাণবন্ত ও কার্যকর প্রশিক্ষণ প্রদানের জন্য অংশগ্রহণকারী এবং সিডব্লিওসিসিআই এর পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষনে সিডব্লিওসিসিআই এর ১৩ জন কর্মকর্তা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি