একটন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক :

নোংরা পরিবেশে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ  করার জেরে এক খামারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। একইসাথে জব্দ করা হয় এক টন নিষিদ্ধ মাগুর মাছ।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নগরের বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় অভিযান চলায়। অভিযানে জেলা মৎস্য অফিসের একটি টিম সহযোগিতা করে।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর সুপ্রভাতকে বলেন, খামারটিতে অত্যন্ত গোপনীয়তায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরের চাষাবাদ করছিলেন ইকবাল নামের এক ব্যক্তি। খামারটিতে নোংরা পরিবেশে মাছের খাবার হিসেবে আশেপাশের বাসার ময়লা আবর্জনা দেওয়া হচ্ছিল।অভিযানের সময় খামারি জমির মালিককে উপস্থিত করতে পারেননি।

পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০০  টাকা অর্থদণ্ড জরিমানা করি। অভিযানে এক টন আফ্রিকান মাগুর মাছ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।