উপকূলীয় এলাকায় বাড়তি জোয়ারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক :

সাগরে বায়ুচাপের তারতম্যে উপকূলীয় এলাকায় বাড়বে জোয়ার। আজ রাতের ও কাল সকাল পর্যনত্ম সারাদেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চাইতে দুই থেকে চার ফুট উচ্চতার অধিক জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তা জারি করে। একইসাথে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা থেকে কক্সবাজার পর্যনত্ম দেশের সমগ্র উপকূলীয় এলাকায় দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এর কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গা কেন্দ্রের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ বলেন,‘ বায়ুচাপের তারতম্যের কারণে সাগরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে।

সেই ঝড়ের সাথে যুক্ত হচ্ছে অমাবশ্যার কারণে বাড়তি জোয়ারের প্রভাব। একারণে উপকূলীয় এলাকায় বাড়তি জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। গত ২২ মে ছিল অমাবশ্যা। অমাবশ্যার কারণে সাগরে জোয়ারের উচ্চতা বেশি হয়ে থাকে।’

গত ২০ মে আঘাত করা ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলীয় এলাকায় বাড়তি জোয়ার দেখা গিয়েছিল এই অমাবশ্যার কারণে।