ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রামে ঐতিহাসিক ১০ জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। দুপুর সাড়ে বারটায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা শুরু হয়। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী স্বাগত বক্তব্য প্রদান করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষিক এ জে মো. ফারহান। উক্ত প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাসউদ।
সভাপতির ভাষণে অধ্যক্ষ বলেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন।
সভাপতির বক্তব্যের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষক মাওলানা নাছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক খায়রুজ্জামান চৌধুরী। বিজ্ঞপ্তি