‘ইসহাক মিয়া ছিলেন ত্যাগী নেতা’

বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখছেন সৈয়দ মাহমুদুল হক

শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর শেখ মুজিব রোডের ভা-ার মার্কেট প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা ইসহাক মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং এক স্মরণ সভা সংসদের সভাপতি আকরাম হোসেন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদের প্রধান পৃষ্ঠপোষক কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া।
এতে আরো উপস্থিত ছিলেন সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ আলম, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. নুরুল আবসার, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম রিটন, মহানগর যুবলীগ নেতা মো. সাইফুল করিম, মো. আজিজুর রহমান, মো. মাহবুব আলম লিটন, মো. সাইফুল।
এ সময় সৈয়দ মাহমুদুল হক বলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা ইসহাক মিয়া ছিলেন একজন নির্লোভ ও ত্যাগী নেতা। রাজনীতিতে তিনি কখনও নিজের চিন্তা না করে সংগঠন এর জন্য ছিলেন নিবেদিত। উনার মত সাহসী নেতা আর কখনো আমরা পাবোনা, তিনি অনেক বড় মাপের নেতা ছিলেন। বিজ্ঞপ্তি