আহত পরীমনি

সুপ্রভাত ডেস্ক :
শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। ‘প্রীতিলতা’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করতে গিয়ে আহত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে এমন ঘটনা ঘটে।
আপাতত বিশ্রামে আছেন তিনি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।
তিনি জানান, গতকাল (৪ নভেম্বর) লাঠিখেলার দৃশ্যধারণের সময় বাম হাতে প্রচ- আঘাত পান পরীমনি। সঙ্গে সঙ্গে ফুলে কালো হয়ে যায় তার হাত। রাজধানীর নিকেতনে চলছিল এ দৃশ্যধারণ। তার চিকিৎসা দেয়া হয়েছে, আপাতত ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থতার জন্য আজ শুক্রবার -এর চিত্রায়ণ পিছিয়ে দেয়া হয়েছে।
‘প্রীতিলতা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এটির পা-লিপি উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেলিনা হোসেন। ঢাকার চিত্রায়ণ শেষে চট্টগ্রামে যাবে পুরো ইউনিট। এ সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে কবীর সুমনের। খবর : ডেইলিবাংলাদেশ’র।